শেষ ওভারে খেল দেখালেন সাইফুদ্দিন • নতুন ফেনীনতুন ফেনী শেষ ওভারে খেল দেখালেন সাইফুদ্দিন • নতুন ফেনী
 ফেনী |
১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ওভারে খেল দেখালেন সাইফুদ্দিন

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৫ অপরাহ্ণ, ০১ মার্চ ২০২০

বাংলাদেশ ৩০০-র বেশি রান করবে বোঝা যাচ্ছিল। কিন্তু শেষ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন যা দেখালেন তা হয়তো অনেকেই আশা করেননি। ৪৯তম ওভারের পঞ্চম বলে বড় শর্ট খেলতে গিয়ে মিরাজের আউট হয়ে সাজ ঘরে ফেরার পর মাঠে নামেন অধিনায়ক মাশরাফি। ওই ওভারের শেষ বলে স্ট্রাইকে থাকা সাইফুদ্দিন এক রান নিয়ে পরের ওভারেও স্ট্রাইকে থাকেন।

৫০তম ওভার করতে আসেন জিম্বাবুয়ের বোলার ক্রিস এমপোফু। সাইফুদ্দিন প্রথম বলেই ব্যাটিং লাইন থেকে সামনে এসে খেলতে চাইলে ওয়াইড দেন এমপোফু। এরপরের বলও স্লো দেয়ায় ব্যাটে-বলে এক হয়নি সাইফুদ্দিনের।

এমপোফু ওভারের দ্বিতীয় বলেও স্লোয়ার দিয়ে পরাস্ত করতে চেয়েছিলেন। কিন্তু সাইফুদ্দিন দুর্দান্ত শর্ট খেলে লং-অন দিয়ে ছক্কা হাঁকান। এরপরের বলেও লং-অনে থাকা ফিল্ডার মাধেভেরের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করেন সাইফ।

ওভারের চতুর্থ বলে ডিপ পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুত দুইবারের জন্য জায়গা বদল করতে সক্ষম হন সাইফ-মাশরাফি জুটি। এরপরের বলেও দুর্দান্ত শর্ট খেলে ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। ঝড়ো ব্যাটিংয়ে সাইফুদ্দিন ১৫ বল খেলে ২৮ রানে অপরাজিত থাকেন।

শেষ ওভারে সাইফের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২১ রান। আহত হয়ে মাঠ ছাড়ার আগে লিটন দাসের ১২৬ রান ও মোহাম্মদ মিঠুনের ৫০ রানের দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে টাইগাররা।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.