রসায়নকে উড়িয়ে কোয়াটার ফাইনালে প্রাণিবিদ্যা • নতুন ফেনীনতুন ফেনী রসায়নকে উড়িয়ে কোয়াটার ফাইনালে প্রাণিবিদ্যা • নতুন ফেনী
 ফেনী |
১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রসায়নকে উড়িয়ে কোয়াটার ফাইনালে প্রাণিবিদ্যা

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৩ অপরাহ্ণ, ০১ মার্চ ২০২০

কমিশনার জয়নাল আবেদীন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ৩য় দিনের খেলায় রসায়ন বিভাগকে উড়িয়ে দিয়ে সহজ জয় চিনিয়ে নিয়েছে প্রাণীবিদ্যা বিভাগ। রসায়ন বিভাগ রাসায়নিক পদার্থ দিয়ে কাবু করতে পারেনি প্রাণিবিদ্যা বিভাগের বাঘ, সিংহদের। প্রাণিবিদ্যার বাঘের গর্জনে রসায়নবিদরা স্থান ছেড়ে দিতে বাধ্য হয়।

রবিবার ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে মুখোমুখি হয় ভবিষৎ রসায়ন ও প্রাণিবিদরা। প্রথমে ব্যাট করতে মাঠে নেমে প্রাণিবিদ্যা বিভাগের আমজাদের ব্যাটের গর্জনে কেঁপে উঠে পাইলট মাঠ। একের পর এক চার, ছক্কায় রানের গতি বাড়তে থাকে চিতাবাঘের গতির মত। ৩৬ রানে আমজাদ থামলেও এরপর আগমন ঘটে আরেক সিংহ তৌসিফের। তার ৪১ রানের ঝড়ো ইনিংসের বদৌলতে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানের টার্গেট দেয় প্রাণিবিদ্যা বিভাগ। রসায়ন বিভাগের পক্ষে সম্রাট ৩ উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ১১৮ রানের টার্গেটে খেলতে প্রথমে ওভারে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রসায়ন বিভাগ। রাতুল, সফিকের গতির সামনে সামনে ঠিকমত দাড়াতে পারেনি রসায়নবিদরা। দুই চিতার নিয়ন্ত্রিত বোলিং এর পর কারিশমাটিক বল নিয়ে আসে বাহাতি পেসার ইউসুফ। কিছু বুঝে উঠার আগে ইউসুফের বলে একে একে সাজঘরে ফিরে যান ৪ ব্যাটসম্যান। নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬৯ রান করেন রসায়ন। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন শাকিল। প্রাণিবিদ্যা বিভাগের বোলার ইউসুফ ২ ওভারে ৭ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।

ম্যাচ শেষে পুরুষ্কার তুলে দেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মু. ইউনুস হাসান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান দিনেশ চন্দ্র পাল, ব্যাবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম আকতার, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু, জিএস রবিউল হক রবিন, এজিএস আশিক হায়দার রাজন হাজারীসহ ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.