দাগনভূঞা দেয়ালিকা প্রদর্শনীতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন • নতুন ফেনীনতুন ফেনী দাগনভূঞা দেয়ালিকা প্রদর্শনীতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দাগনভূঞা দেয়ালিকা প্রদর্শনীতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন

দাগনভূঞা প্রতিনিধিদাগনভূঞা প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৪ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত দেয়ালিকা নিয়ে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব দেয়ালিকায় গল্প-কবিতার বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরে।

পরিষদ প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরিকৃত দেয়ালিকা সকলের দৃষ্টি কেঁড়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ছবি ছাড়াও মুক্তিযোদ্ধা, জাতীয় স্মৃতিসোধ, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দৃশ্য সহ বিভিন্ন ধরণের ছবি শোভা পায়। ক্ষুদে শিক্ষার্থীদের সাজানো রং-বেরংয়ে দেয়ালিগুল যেন শিল্পীর তুলির আঁছড়ে আঁকা। দেয়ালিকায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে রচিত গল্প, কবিতাগুলো ছিল চমৎকার। প্রদর্শনীতে প্রতিটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের তৈরিকৃত দেয়ালিকা সমূহ ছিল দৃষ্টিনন্দিত।

দেয়ালিকা প্রদর্শনী পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সী, মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্যাহ বাঙ্গালী প্রমূখ ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, বঙ্গবন্ধুকে জানা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা, বই পাঠে আগ্রহ বাড়ানো, সাহিত্যচর্চায় মননশীলতা বৃদ্ধি, প্রতিষ্ঠান পর্যায়ে সাংস্কৃতিক চর্চার বিকাশের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.