ফেনীতে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে শ্রমিক আহত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে শ্রমিক আহত • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে শ্রমিক আহত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৩ অপরাহ্ণ, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

শহর প্রতিনিধি>>
ফেনী শহরের বড় বাজারে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দিন মজুর নসু মিয়া (৪৫) আহত হয়েছে। সোমবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শহরের বড় বাজার এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে মাটির কাটার করছিলেন দিন মজুর নসু মিয়া। এসময় লাল টেপ মোড়ানো বস্তু দেখে সেটি সরিয়ে মাটি কাটতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এ সময় বোমার আঘাতে নসু মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। আহত নসু মিয়ার বাড়ি বরগুনা জেলায়। তিনি ফেনীতে দিনমজুরের কাজ করতেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার সাহা নতুন ফেনী’কে জানান, বোমার আঘাতে তার দুই চোখে স্প্রিন্টার বিদ্ধ হয়েছে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.