সম্পাদকের উপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে নিন্দার ঝড় • নতুন ফেনীনতুন ফেনী সম্পাদকের উপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে নিন্দার ঝড় • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সম্পাদকের উপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে নিন্দার ঝড়

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৪ পূর্বাহ্ণ, ০৭ মার্চ ২০১৫

নতুন ফেনী ডেস্ক>>

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী প্রেস ক্লাব সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন। বিজ্ঞপ্তিতে তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

ফেনী প্রেসক্লাব: ফেনী প্রেস ক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক জমির বেগ স্বাক্ষরিত এক নিন্দা বার্তায় বলেন, ফেনীর সন্তান সাংবাদিক কনক সরওয়ারকে সরকার হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করে হয়রানি করছে। অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছে ফেনী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। একই সাথে সাংবাদিক রাশেদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন তারা।

ফেনী রিপোর্টার্স ইউনিটি: ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক যতন মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, ফেনীতে সাংবাদিক নির্যাতনে জেলায় কর্মরত সাংবাদিকদের ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

দাগনভূঞা প্রেস ক্লাব: দাগনভূঞা প্রেস ক্লাব। ক্লাবের সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন ও সাধারণ সম্পাদক আবদুল¬াহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক রাশেদের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

ফেনী জেলা অনলাইন প্রেস ইউনিটি: অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনীর সম্পাদক রাশেদুল হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফেনী জেলা অনলাইন প্রেস ইউনিটি। শুক্রবার বিকালে ইউনিটির আহবায়ক জাহাঙ্গীর কবির লিটন ও সদস্য সচিব এম শরীফ ভূঞা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

সম্পাদনা: এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.