১৮ বছর পর ছাগলনাইয়া যুবলীগ’র কমিটি ॥ এনাম সভাপতি- ফারুক সম্পাদক • নতুন ফেনীনতুন ফেনী ১৮ বছর পর ছাগলনাইয়া যুবলীগ’র কমিটি ॥ এনাম সভাপতি- ফারুক সম্পাদক • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১৮ বছর পর ছাগলনাইয়া যুবলীগ’র কমিটি ॥ এনাম সভাপতি- ফারুক সম্পাদক

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২১ অপরাহ্ণ, ১৭ মে ২০১৫

মো: কামরুল হাছান>>
দীর্ঘ ১৮ বছর পর ছাগলনাইয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে এনামুল হক মজুমদারকে সভাপতি, কাজী ওমর ফারুককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুসেন চন্দ্রশীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদশা হোসেন চৌধুরী গরীব শাহ কে সহসভাপতি, কামাল হোসেন, ইকবাল হোসেন মজুমদার লিটন, ফখরুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোজাহারুল ইসলাম মুছাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
এর আগে শনিবার ছাগলনাইয়া উপজেলা গণ-মিলনায়তন চত্বরে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে  উপজেলা যুবলীগের আহ্বায়ক জাফর আহম্মদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুসেন চন্দ্রশীল।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.