ফেনীতে অস্ত্রসহ ৫ ডাকাত আটক • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে অস্ত্রসহ ৫ ডাকাত আটক • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৪ অপরাহ্ণ, ১০ জুলাই ২০১৫

natunfeni Eid adv 09.07.2015নিজস্ব প্রতিনিধি>>
ছাগলনাইয়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। শুক্রবার উপজেলার রাধানগর ইউনিয়নের বেতাগা রাস্তর মাথা থেকে বিকাল তিনটায় তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। ডাকাতির প্রস্তুতিকালে মোঃ একরামুল হক (৩৫), মোঃ দেলোয়ার হোসেন (২৯), মোঃ জাবেদ ভূঁইয়া (২৪), নিপুন মজুমদার (২৩) ও মোঃ শরিফুল ইসলামকে (২৬) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭টি এ্যামোনেশন, ১টি কুড়াল, ১টি রামদা ও ১টি ছুরি উদ্ধার করা হয়। আটকৃত মোঃ একরামুল হক একই উপজেলার রাধানগর ইউনিয়নের বেতগা গ্রামের নুরুল আবসারের ছেলে, মোঃ দেলোয়ার হোসেন একই গ্রামের জুলফিকার আলীর ছেলে, মোঃ জাবেদ ভূঁইয়া ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের গিয়াস উদ্দিনের ছেলে, নিপুন মজুমদার একই ইউনিয়নের স্বপন মজুমদারের ছেলে ও মোঃ শরিফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। প্রাথমিক জ্ঞিাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মামলার এজাহার প্রদান পূর্বক তাদেরকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হবে। ডাকাত সর্দার মোঃ একরামূল হকের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ইতিপূর্বে মামলা রয়েছে বলে জানা যায়।
ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক মেজর মোঃ মোজাম্মেল হোসেন অস্ত্রসহ ৫ ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.