নুসরাতের বাড়িতে বাড়তি নিরাপত্তা
ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাড়ীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। শনিবার সোনাগাজী মডেল থানার ওসি মাঈন উদ্দিন আহমেদ নিশ্চিত করেন। তিনি বলেন, ৬ এপ্রিল থেকে নুসরাতের বাড়ীতে একজন এসআইসহ তিন পুলিশ সদস্য তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। রায়ের পর গণমাধ্যমে নুসরাতের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার কাথ জানালে তা দ্বিগুণ করা হয়েছে। এছাড়াও নুসরাতের বাড়ীর আশপাশে একাধিক টহল পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলেও তিনি জানান।