ফেনীতে ‘ফলো ইওর ড্রীম’ কর্মশালা
ফেনীতে দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা ‘ফলো ইওর ড্রীম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফেনী জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে অনুষ্ঠিত র্কমশালাটির আয়োজন করেন ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক’।
কর্মশালায় প্রধান স্পীকার হিসেবে বক্তব্য দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আরো বক্তব্য রাখেন অপটিমেক্স কমিউনিকেশন’র সিইও ইকবাল বাহার জাহিদ, উইডিং ডাইরি বাংলাদেশ’র সিইও প্রীত রেজা, চ্যানেল টুয়েন্টি ফোর এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারাবি হাফিজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট‘র আইনজীবি এডভোকেট রাশিদা চৌধুরী নীলা।
বাংলাদেশের সর্বোচ্চ ৪ ...