ফেনী ইউনিভার্সিটির শিক্ষকের সুইডিশ স্কলারশিপ লাভ
ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ানরিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ সাঈদ হোসেন পারভেজ ইউরোপের মর্যাদাকর সুইডিশ ইনস্টিটিউট-এর এসআইএসজিপি (SISGP) স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। উক্ত স্কলারশিপের অধীনে সুইডেনের প্রখ্যাত উপসালা ইউনিভার্সিটিতে দুই বছরের জন্য কম্পিউটার সায়েন্সের উপর তিনি উচ্চ শিক্ষার গ্রহণ করবেন। সারা বাংলাদেশ থেকে এ বছর কম্পিউটার সায়েন্স বিষয়ে কেবল তিনি এবং বিভিন্ন বিষয়ের উপর বাংলাদেশ থেকে সর্বমোট ২০ জন স্কলার এই স্কলারশিপ এর জন্য মনোনীত হয়েছেন।












