ফেনীতে নারী উদ্যোক্তাদের নিয়ে ‘অনলাইন ফেস্ট’
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের নিয়ে ৩ দিনব্যাপী ‘অনলাইন ফেস্ট’। শুক্রবার সকালে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন জেনিথ ফার্মাসিষ্ট’র কর্ণধার ফেনীর চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান ড. বেলাল আহমেদ।
ফেস্ট’র সমন্বয়ক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাসের সভাপতি আসাদুজ্জামান দারা, সময় টিভির ব্যুরো চিফ বখতেয়ার মুন্না, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী চেম্বার অব কর্মাসের পরিচালক চৌধুরী আহমেদ ...