‘স্যার আমাকে বাঁচান’ -আইসিইউতে নুসরাত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে শুয়ে বাঁচার আকুতি করছেন সহপাঠীদের দেয়া আগুনে দগ্ধ ফেনীর মাদরাসা ছাত্রী।
শনিবার রাতে পুরো শরীর পোড়া নিয়ে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের সঙ্গে কথা বলেন তিনি। ডা. সামন্ত লাল বলেন, মেয়েটিকে আইসিইউতে রাখা হয়েছে। আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে জিজ্ঞেস করি তুমি কেমন আছ? উত্তরে সে বলেছে, ‘স্যার আমাকে বাঁচান’।











