ছাগলনাইয়ায় কবুতর চুরি, থানায় অভিযোগ!
ছাগলনাইয়ায় কবুতর চুরির হিড়িক পড়েছে। গত কয়েকমাস যাবত উপজেলা রাধানগর ইউনিয়নের নিজপানুয়া ও উত্তর আঁধারমানিক গ্রামের একাধিক কবুতর চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কবুতর চুরির ঘটনায় ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ করেছেন জসিম উদ্দিন নামে এক ভুক্তভোগী। গতকিছুদিন যাবত উপজেলার বিভিন্ন স্থান থেকে গৃহস্তে পালিত কবুতর রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। এতে করে চরম বেকায়দায় পড়ছে স্থানীয় কবুতর খামারিরা।
সূত্র জানায়, গত সোমবার উপজেলার উত্তর আঁধারমানিক গ্রামের জমিদার ...