লিও জেলায় চ্যাম্পিয়ন ফেনী মুহুরী লিও ক্লাব ও সেরা সভাপতি ফেনীর তাসিন
২০২০-২১ লিওবর্ষে চ্যাম্পিয়ন হয় ফেনী মুহুরী লিও ক্লাব। এছাড়াও সেরা সভাপতি নির্বাচিত হয় ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও রিজিয়ন ডিরেক্টর লিও তাসিন সোবহান। ৩ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশের ২৫তম জেলা অভিষেক অনুষ্ঠানে এ ঘোষনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন এটিএম নজরুল ইসলাম এমজেএফ। অভিষেক অনুষ্ঠানের প্রারম্ভিক অংশে সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও সামিউল আহসান অনিক ...