ফেনী মুহুরী লিও ক্লাবের ক্যাবিনেট ঘোষণা
আন্তর্জাতিক সেবা সংগঠন ফেনী মুহুরী লিও ক্লাবের ২০২১-২২ লিও বর্ষের ক্যাবিনেট ঘোষণা করা হয়েছে। শহরের পেট্রো বাংলাস্থ স্বপ্ন নিবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নব-নির্বাচিত ক্যাবিনেট ঘোষণা করা হয়।
ক্লাবটির ২০২১-২২ লিওবর্ষের অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের চার্টার অ্যাডভাইজর ও ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল।
নবনির্বাচিত ক্যাবিনেট হলো প্রেসিডেন্ট লিও ফারহান ফুয়াদ (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ), সেক্রেটারী লিও মেজবাহ উদ্দিন সোহাগ (সিএসই, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ)।
এছাড়াও আইপিপি লিও ...