মিরসরাইয়ে জায়গা দখল করে গেইট নির্মাণের অভিযোগ
চট্টগ্রামের মিরসরাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাজমুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট এলাকায় ফখরুল ইসসলাম খান সিআইপির দখলে থাকা জায়গায় লোহার গেইট লাগিয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) ওই জায়গা দখল করে।
ফখরুল ইসলাম খান সিআইপি’র ম্যানেজার দিল মোহাম্মদ অভিযোগ করেন, ধুম মৌজার বিএস ২৪৩২নং খতিয়ানের বিএস ১০৪০৩ দাগে ৬ শতক জায়গার মধ্যে হেবা ও ক্রয় সূত্রে ৪ দশমিক ৭৫ শতাংশ জায়গা ফখরুল ...













