ফেনীতে হচ্ছে বিয়ে উৎসব
ফেনীতে বসবে বিয়ে উৎসব। "বিয়ের বাজার একসাথে,প্রানের শহর ফেনীতে" এই স্লোগান নিয়ে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তিনদিনব্যাপি “২য় ফেনী বিয়ে উৎসব ২০২১" আয়োজন করছে আপন ইভেন্টস।
ফেনীর স্বনামধন্য অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আপন ইভেন্টস এর আয়োজনে ও ক্যারিয়ার প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘‘দেখা হবে বিজয়ে” এর সহযোগিতায় ২য় বারের মত হতে যাচ্ছে এই উৎসব । মূলত বিয়ে সংক্রান্ত জিনিসপত্র,কমিউনিটি সেন্টার,ইভেন্ট ম্যানেজমেন্ট, ফুল,শেরোয়ানি,ক্যাটারিং,হোম মেইড ফুড,রেস্টুরেন্ট,পার্লার, জুয়েলারি,কাপড়,কসমেটিক্স, সাজসজ্জা,ফটো-ভিডিও, আসবাবপত্র,ডেকোরেশন সহ ...