ফেনীতে ১৩৭ মণ্ডপে চলছে দূর্গাপুজার প্রস্তুতি
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা। প্রতি বছর এমন সময় মণ্ডপগুলোতে দিন-রাত চলতো সাজ-সজ্জার কর্মযজ্ঞ। মণ্ডপগুলোকে নতুনত্ব সংযোজন করে ভক্তদের কাছে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ততার সীমা থাকতোনা কারোই। কিন্তু এবার চলমান কোভিড-১৯ পরিস্থিতি সব কিছুই মলিন করে দিয়েছে। ধর্মীয় এ উৎসবটির সব কিছুতেই কাটছাট করা হয়েছে। নেই তেমন কোন ব্যস্ততা-নেই সাজ সজ্জার-ধামাকাযজ্ঞ। প্রতিবারের মতো মণ্ডপ সম্মূখে দৃষ্টি নন্দন গেইট নির্মাণের দৃশ্যও চোখে পড়ছেনা এবার।
ফেনী জেলা ...