ফেনীতে নৈশ প্রহরীকে হত্যা, গোলাগুলিতে দুই ডাকাত নিহত
দাগনভূঞায় ডাকাতিকালে দূর্বৃত্তরা আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশ প্রহরীকে হত্যা করেছে। টের পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে আটক করে। এদের দুজন পুলিশের সঙ্গে গোলাগুলি করতে গিয়ে প্রাণ হারায়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বেকেরবাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দূর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত এন্ড ব্রাদার্সের তালা ভেঙ্গে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে শোরচিৎকার করে বাধা দেয়। লোকজন টেরপেয়ে মসজিদের ...