দক্ষিণ আফ্রিকায় ফেনীর যুবককে শ্বাসরোধ করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রোববার বিকালে দেশটির আমটাটা শহরে ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিনের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে।
নিহতের বাবা আবদুর রব জানান, গত এক যুগেরও অধিক সময় ধরে তার দুই ছেলে জসিম উদ্দিন ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। সেখানে তারা একটি মুদি দোকান দেয়। রোববার বিকালে দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার ...