মুক্তি পেল ফেনীর অনার্য মুর্শিদের প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’
বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়ের গম্ভীর কন্ঠে ভাসছে ঢাকার সংগীতের ইতিহাস। এই ইট পাথরের নগরেও যে একসময় দারুণ দারুণ লোকজ সংষ্কৃতি ছিল তার কণ্ঠ তাই উচ্চারণ করছিল। এই কন্ঠস্বরটি ভাসছিল প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’তে। কাসিদা ঢাকার হারিয়ে যাওয়া সংগীতগুলোর মধ্যে কাসিদা অন্যতম। সম্প্রতি এই সংগীত ধারা নিয়ে বাংলাঢোলের প্রযোজনায় প্রামাণ্যচলচ্চিত্র নির্মাণ করেছেন অনার্য মুর্শিদ।
কয়েকদিন আগে এটি ৫ টি দেশি অ্যাপে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। আজ মুক্তি পেয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।
প্রামাণ্য চলচ্চিত্র ...