সহস্রাধিক অসহায় পরিবারে এম হাশিম ফাউন্ডেশনের খাদ্যসামগ্রি বিতরণ
সোনাগাজীতে অসহায় কর্মহীন সহস্রাধিক পরিবারে খাদ্য সামগ্রি বিতরণ করেছে এম হাশিম ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে সংগঠনটি কয়েক ধাপে এ কর্মসূচি পালন করে।
গত সপ্তাহখানেক ধরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়া, ডাক্তার পড়া, চেয়ারম্যান পাড়া, মোক্কা বাজার, ভূঁইয়া পাড়া, মদিনা বাজার, ভূঁইয়া বাজার এলাকার সহস্রাধিক অসহায় পরিবারের তালিকা করে তাদের বাড়িতে খাদ্য সামগ্রি পৌঁছে দেয় ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ শিল্প উদ্যোক্তা এম ফখরুল ইসলাম জানান, এম হাশিম ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের ...