গ্রন্থাগার দিবসে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারে নানা আয়োজন
ফেনীর সীমান্তবর্তী এলাকা পরশুরামের বিলোনীয়ায় জাতীয় গ্রন্থাগার দিবসে সংগীত, অনুগল্প পাঠ, কবিতা ও ছড়াপাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর স্থানীয় ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারে আয়োজিত এসব অনুষ্ঠানে স্থানীয় যুবক, পাঠক ও সৃজনশীল ব্যক্তিবর্গ অংশ নেয়।
পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকার নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত আনজুম সাকি। অণুগল্প পাঠ করেন, আব্দুল কালাম, হৃদয় দাস ও সাইফুল ইসলাম। কবিতাপাঠ করেন, সজিব চন্দ্র দাস, ...













