১১ বছর পর ফের সাইরেন বাজবে ফেনীর দোস্ত টেক্সটাইল মিলে
এক সময়ে ফেনী ও আশপাশের এলাকার মানুষের ঘুম ভাঙতো দোস্ত টেক্সটাইল মিলের সাইরেন শুনে। শতবর্ষ আগে যখন মানুষের হাত ঘড়ি ব্যবহার কম হতো; তখনও ফেনীর দোস্ত টেক্সটাইল মিলের সাইরেন শুনেই মানুষ জীবনাচারের সময় নির্ধারণ করতেন। শুধু তাই নয়; মুসলিম ধর্মাবলম্বীদের ইফতার সাহরীসহ নানা কাজেই সময়ের পরিমাপক ছিলো দোস্ত মিলের সাইরেনটি। কিন্তুু লোকসানের মুখে ২০১১ সালে মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর সাইরেনের আওয়াজও বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১১ বছর ...