বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত নুসরাত
ছাগলনাইয়ায় বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত নুসরাত জাহান সাদিয়া। এগারো বছর বয়সী মেধাবী এই শিক্ষার্থী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
পরিবার সূত্র জানায়, তার শরীরে ক্যামো থেরাপি এবং রেডিও থেরাপি দেয়ার পর শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। পা দুটি অবস হয়ে যাওয়ায় সে অন্যের সহযোগিতা ছাড়া হাটা চলা করতে পারেনা। শরীরে তীব্র ব্যথা নিয়ে সে শুধুই কাঁদছে আর মৃত্যুর প্রহর গুনছে। করছে উপর্যুপুরী বমি।
হাউমাউ করে কান্নাকাটি ...













