হাঁস পালনে ‘স্বপ্ন’ দেখছেন সাজিদ
জীবন-জীবিকার তাগিদে সূদুর প্রবাসে পাড়ি জমান সাজিদ রুবেল। কিন্তু সাফল্য তাকে ধরা দেয়নি বিদেশের মাটিতে। ব্যর্থ হয়ে দেশে ফিরে এলেও দমে যাননি রুবল। ছোটবেলা থেকে পশুপাখি ও হাঁস-মুরগী পালনের প্রতি আগ্রহী ছিলেন। আবারো হাঁস পালনে আবারো উদ্বুদ্ধ হয়ে ওঠেন। হাঁস পালনে নতুন করে স্বপ্ন দেখেন সফলতার।
এলাকার এক বড় ভাইয়ের পরামর্শ ও ইউটিউব থেকে কলা কৌশল শিক্ষা নিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন হাঁস পালন। অতি অল্প সময়ের মধ্যে বড় দেখা পান সফলতার ...