ফেনীতে ৪ মণ জেলী মিশ্রীত চিংড়ি জব্দ
ফেনীতে ৪ মণ জেলী মিশ্রীত চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ফেনী বড় বাজার ও হকার্স মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাছগুলো জব্দ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তাফা জামান জানান, দীর্ঘদিন ফেনীর কয়েকটি বাজারে চিংড়িতে ওজন বাড়াতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলী মেশানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ফেনীর বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মাছ ব্যবসায়ী মোঃ আলী থেকে ৩৬ কেজি, ...













