ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের সভাপতি মো. হারুন, সম্পাদক ইমন
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ড্রিস্ট্রিক্ট ৩১৫ বি২-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল-এর যুব সংগঠন ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের ২০২২-২৩ লিও বর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে। কেবিনেটে সভাপতি পদে লিও মোঃ হারুন ও সেক্রেটারি লিও মাহমুদুল হাসান ইমন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি১- লিও ফাহিম মোর্শেদ ও সহ-সভাপতি২-লিও কাজি আলমগীর হোসেন ফাহাদ এবং ট্রেজারার-লিও স্বর্ণালী দত্ত কে মনোনিত করা হয়। এছাড়াও জয়েন্ট সেক্রেটারি লিও আল আমিন এবং জয়েন্ট ট্রেজারার হিসেবে ...













