ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ফেনীতে নির্মানাধিন ভবনের ছাদ থেকে পদে রেজওয়ান হোসেন সিয়ামের (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধববার বিকালে শহরের নাজির রোড এলাকার রয়েল শেখ ম্যনশনের ৪ তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিকালে নাজির রোড এলাকার নির্মানাধিন রয়েল শেখ ম্যনশনের ছাদে খেলার সময় পা পিছলে পড়ে যায় সিয়াম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যা ২৫০ ...













