এক ঘন্টার জন্য ফেনীর মেয়র হলেন ইমা
ফেনী জেলা এনসিটিএফ এর আয়োজনে গার্লস টেকওভারে ফেনী পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজীর দায়িত্ব(প্রতিকী) এক ঘন্টার জন্য পালন করেন ফেনী জেলা এনসিটিএফ এর সভাপতি মাহবুবা তাবাচ্ছুম ইমা। ১১ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় ফেনী পৌরসভা কার্যালয় এক ঘণ্টার জন্য প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব নেন।
এসময় প্রতীকি মেয়র ইমা জনান, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন ট্রান্সফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় গার্লস টেকওভার ...













