বহু বছর প্রতিক্ষার পর সোনাগাজী জেলে পাড়ায় মনোরম মসজিদ
ফেনীর সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীর সদর ও চরচান্দিয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থান জেলেপাড়ায় বর্ধিত করে মনোরম একটি পাঞ্জেগানা মসজিদ পুনঃ নির্মাণ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আসরের নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্ধোধন হয়।
গত (০৫ নভেম্বর) ফেনী সোনাগাজী উপজেলার সোনাগাজী সদর ও চরচান্দিয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে 'জেলে পাড়ায় ১০ বছরেও পান্জেগানা মসজিদের উন্নয়ন হয়নি'-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের পক্ষ থেকে। ...













