‘প্রয়োজনে জীবন দিব তবু ফসলি জমি লুটতে দিবনা’
ফেনীর সোনাগাজীতে তিন ফসলী জমি রক্ষায় মানববন্ধন করেছে কৃষক ও স্থানীয়রা। রোববার (১০ জানুয়ারি) উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় রাস্তায় নেমে মানববন্ধন করেন তারা। ‘বিদ্যুৎ নয়-খাবার চাই ফসলী জমির বিকল্প নাই’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে স্থানীয় কৃষক, ভূমি মালিকরা অংশগ্রহণ করেন।
উপজেলার থাক খোয়াজের লামছি ১ ও ২ নং সিট ভূমি রক্ষা কমিটির উদ্যোগে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান সোনাগাজী সোলার পাওয়ার লিঃএর তিন ফসলী আবাদী ভূমি অধিগ্রহণের গ্রহণের ...