‘নদী ভাঙ্গণ ও জোয়ারের সাথে যুদ্ধ করে বেঁচে আছি’
মোঃ কামরুল হাসান, মুছাপুর থেকে ফিরে
ভালো নেই মুছাপুর উপকূলীয় অঞ্চলের মানুষগুলো। প্রতিনিয়ত নদী ভাঙ্গণ ও জোয়ারের পানির সাথে যুদ্ধ করে বেঁচে আছেন দেলোয়ার হোসেন, ছকিনা খাতুন, হুমায়ুন কবির সহ আরো অনেকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালীর মিনি সী-বিচ নামে পরিচিত মুছাপুর বেঁড়িবাঁধের পাশে সাগরের বুক চিরে বয়ে আসা ছোট ফেনী নদী পাড়ের উপর একটি ঝুপড়ি চালের ঘরের নিচে হাতাশার গ্লানি বুকে নিয়ে মুখে হাত দিয়ে বসে আছেন অর্ধশত বছর বয়সী ছকিনা ...













