পরশুরামে ১৬০ টি সাপের বাচ্চা উদ্ধার
পরশুরাম প্রতিনিধি >>
পরশুরামে মসজিদের সহকারী ইমামের কক্ষ থেকে ১শ ৬০টি সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকালে পরশুরাম পাইলট হাইস্কুল জামে মসজিদের সহকারী ইমাম মোঃ ইছমাইলের কক্ষ থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জনায়, মঙ্গলবার এশার নামাযের পর ইমাম সাহের কক্ষে প্রবেশ করে কয়েকটি সাপের বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে বুধবার সকালে মেঝে খুড়ে একে ...