ফের শোন-এ্যারেষ্ট গাজী মানিক
নিজস্ব প্রতিনিধি >>
ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিককে ৭মবারের মত শোন-এ্যারেষ্ট (গ্রেফতার) করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ফেনীর একটি আদালত তাকে শোন-এ্যারেষ্ট দেখানোর আদেশ দেয়।
সূত্র জানায়, ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে গাজী হাবিব উল্লাহ মানিককে গ্রেফতার করে পুলিশ। একেএকে ৪৬টি মামলায় জামিন পান তিনি। সবশেষ বুধবার ফেনীর আদালতে তার জামিন আবেদন মঞ্জুর ...