ফুলের নাম ‘শেখ হাসিনা অর্কিড’
নতুন ফেনী ডেস্ক>>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে তাঁর নামে সিঙ্গাপুরের বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেনে একটি অর্কিডের নামকরণ করেছে দেশটির সরকার। অর্কিডটির নামকরণ করা হয়েছে Dendrobium Sheikh Hasina অর্থাৎ ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’। Dendrobium Sunplaza Park Ges Dendrobium Seletar Chocolat জাতের সংকর ঘটিয়ে নতুন এই প্রজাতির উদ্ভাবন করেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেন নার্সারির ব্যবস্থাপক ডেভিড লিম। অর্কিডটি সংকরায়ণ ও পত্র-পল্লবে বিকশিত হতে সাড়ে চার বছর সময় লেগেছে।
এই হাইব্রিড অর্কিডের গাছটি ২৫ ...











