শিক্ষা বঞ্চিত ফেনীর বেদে পল্লীর শিশুরা
দুলাল তালুকদার >>
শিক্ষার আলো থেকে অনেক দূরে ফেনীর বেদে পল্লীর কয়েকশ’ শিশু। সরকার প্রাথমিক শিক্ষা থেকে যাতে কোন শিশু বাদ না যায় সে লক্ষে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করলেও বেদে পল্লীর শিশুরা হচ্ছে বঞ্চিত।
ফেনী সদর উপজেলার শহরতলীর রানিরহাটে বেদের পল্লীর শিশুরা বইÑখাতা এবং স্কুল চোখে দেখে না। সকালে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার পরিবর্তে এখানকার শিশুরা বাবা-মায়ের সাথে তাড়নায় বাবা-মায়ের সাথে গ্রামে-গঞ্জে ঘুরে আয়-রোজগার করতে হচ্ছে। সারাদিন ঘুরে ১শ’ থেকে ...