একজন একজিমা রোগীর আদর্শ আরোগ্য
ডা. ছরওয়ার আলম।
জাহেদা বেগম (৬০)। বারইয়ার হাট, মিরশ্বরাই, চট্টগ্রাম। তার মেয়ের জামাই সাইফুল ইসলামকে সাথে নিয়ে আমাদের নিকট আসলেন তার হাতের একজিমা রোগের চিকিৎসার জন্য। রোগীনি জানালেন, অনেক বছর ধরে তিনি হাতের একজিমায় কষ্ট পাচ্ছেন। এই রোগের জন্য খাবারদাবারে, পারিবারিক কাজকর্মে খুব অসুবিধা হয়। অন্যেরা তাকে এড়িয়ে চলে, ভয় করে। তার নিজের কাছে এর জন্য খুব অসহায় লাগে।
তিনি জানান, শুরু থেকে তার একজিমার জন্য চর্ম রোগের ...













