ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি>>
ফেনী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব ডাঃ এ.এস.এম.টি উল্লাহ চৌধুরী বায়েজীদ।
ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম ও ক্রীড়াবিদ ফারিহা আহমেদ বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ...