ফেনী পৌর মৎস আড়ৎ-এ প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি
নাজিম উদ্দিন চৌধুরী >>
ফেনী পৌর মৎস আড়ৎ-এ প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয়। এ পেশায় থেকে জীবিকা নির্বাহ করেন জেলার কয়েক হাজার পরিবার। জেলার ৬টি উপজেলাসহ আশপাশের আরো ৯টি উপজেলার বিভিন্ন স্থান থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে অন্যত্র বিক্রি করেন। তবে চুরি-ছিনতাইসহ গুটি কতেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারলে এ ব্যবসার দিকে আরো মানুষ আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।













