শখের বসে নার্সারি করে লাখপতি হারুন
মো. কামরুল হাসান >>
শখের বসে নার্সারী করে লাখপতি ছাগলনাইয়া সরকারী কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী হারুন অর রশিদ। সরকারী চাকুরির পাশাপাশি নিজ বাড়ীর পাশের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে বর্গা নিয়ে মডার্ণ নার্সারি নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নার্সারিতে নিবিষ্ট মনে কাজ করছেন হারুন অর রশিদ। তাঁর সাথে আরো চারজন কর্মচারীও কাজ করছেন। পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি ...