ফেনীতে যাত্রা শুরু করলো নুর টেলিকম
শহর প্রতিনিধি>>
ফেনীতে নুর টেলিকম নামে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। শনিবার সকালে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন ফরিদা কুদ্দুস ভিলায় ফিটা কেটে উদ্বোধন করেন রবি অজিয়েটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নজির আহমেদ।
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী নুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবি অজিয়েটা লিমিটেডের রিজিওনাল ম্যানেজার জহির রায়হান, এস্ট্রান ক্লাস্টার মার্কেট অপারেশন আইনুল হোসেন মান্না।
প্রতিষ্ঠান পরিচালক কাজী সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাবস্যায়ী প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ...