ফেনীতে নারী শিক্ষার অনন্য এক বিদ্যাপিঠ সিটি গার্লস হাই স্কুল
নুরুন নবী নোমান ও আফজাল ইপু >>
ফেনীতে নারী শিক্ষার অনন্য এক বিদ্যাপিঠ সিটি গার্লস হাই স্কুল। প্রতিষ্ঠার অল্প কয়েক বছরে পাঠদানে সৃজনশীলতা ও নতুনত্ব দিয়ে আকৃষ্ট করেছে হাজারো শিক্ষার্থী-অভিভাবকদের। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম. মামুনুর রশিদ’র দক্ষ হাতে শিক্ষার পাশাপাশি অন্যান্য কার্যক্রমেও ব্যাপক প্রশংসা কড়িয়েছে নারী শিক্ষার ব্যাতিক্রমী এ শিক্ষা প্রতিষ্ঠান।
ফেনীর উদীয়মান তরুণ শিক্ষা উদ্যোক্তা এম. মামুনুর রশিদ’র সার্বিক তত্ত্বাবধানে ২০১৩ সালে নারী ...