কয়েকটি শীতের খেলা
লাইফস্টাইল ডেস্ক>>
বছর ঘুরে শীতের মৌসুম এলেই ফেলে রাখা শাটল কর্কের ধুলো মুছে যায়। কুয়াশা ঘেরা সকালে কিংবা সন্ধ্যায় বাজতে থাকে সাইকেলের টুংটাং। কেননা, এই সময়টাই তো বিভিন্ন খেলাধুলার। বাড়ির সামনের জায়গায় কিংবা স্কুলের মাঠে জমে যায় নানা মৌসুমি খেলার আসর। শিশু, কিশোর কিংবা তরুণদের আগ্রহ দেখা যায় সমান তালে। শীত পড়তে না–পড়তেই শুরু হয়ে গেছে মৌসুমি খেলার বিভিন্ন আয়োজন।
ব্যাডমিন্টন
শুরুতেই বলা চলে ...