এপেক্স ক্লাব অব ফেনী’র নাজরানা প্রেসিডেন্ট, ফারহানা সেক্রেটারী
নিজস্ব প্রতিনিধি>>
নাজরানা হাফিজ অম্লানকে সভাপতি ও কবি ফারহানা আইরিনকে সেক্রেটারী এপেক্স ক্লাব অব ফেনী’র কমিটি গঠন করা হয়েছে। রবিবার ফেনী রিপোর্টাস ইউনিটিতে এজিএম’র মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।
এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক রাশেদুল হাসান, জুনিয়র প্রেসিডেন্ট সাংবাদিক মাঈন উদ্দীন পাটোয়ারী, আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর জাফর সেলিম, ট্রেজারার ডা: আতিক উল্লাহ, সার্ভিস ডিরেক্টর জাহিদ সরোয়ার, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর শাহীনুর রহমান, ফেলোশীপ ...