ফেনীতে বিশ্ব মেরুদন্ড দিবস পালিত
শহর প্রতিনিধি>>
ফেনীতে বিশ্ব মেরুদন্ড দিবস পালিত হয়েছে। সোমবার সকালে সেরাজেম ফেনী’র উদ্যোগে একটি র্যালী ফেনী পৌর চত্ত্বর থেকে আরম্ভ হয়ে শহরের ট্রাংক রোড়ের দোয়েল চত্ত্বর অতিক্রম করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সেরাজেম ফেনীর ব্যবস্থাপনা পরিচালক অলি আহমেদ খোকন, সাংবাদিক রবিউল হক রবিসহ অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ সেবা গ্রহণকারী সেরাজেম পরিবারের তিন শতাধিত সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ফেনীতে প্রায় প্রতিদিন ৫ শতাধিক লোক সম্পূর্ণ বিনামূল্যে সেরাজেম ব্যবহার করেন এবং মেরুদন্ডের যতœ ...