পরশুরামে পৌর মেয়র হস্তক্ষেপে ফিরে পেল চলাচলের রাস্তা
পরশুরাম প্রতিনিধি >>
পরশুরাম উত্তর বাজারে স্থানীয় ২ প্রভাবশালী ব্যক্তির কারণে ৪০-৪৫ বছরের যাতায়াতের চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছিল। সোমবার সকালে পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর হস্তক্ষেপে পরিবারগুলো তাদের চলাচলের রাস্তা ফিরে পেল।
সরে জমিনে গিয়ে দেখা যায়, আবু বক্কর সিদ্দিক ওরপে বাবুল মেম্বার ও মকবুর ওরফে (রাজাকার মকবুল) উভয়য়ের দ্বন্দ্বের কারণে উক্ত রাস্তাটি প্রায় ১০-১২দিন বন্ধ ছিল এতে অত্র পরিবার গুলোর চলাচলের খুবেই অসুবিধা হয়ে পড়ে। ইতিপূর্বে ...