রোহিঙ্গা জন্য গান নিয়ে হাজির জাহাঙ্গীর সরকার
নতুন ফেনী ডেস্ক >>
‘মানবতা আজ থমকে গেছে/বিশ্ববিবেক উল্টে গেছে/মানবতা আজ কোথায় আছে/শুনেছি সে নাকি আজ পশ্চিমে।/ রোহিঙ্গারা মানবতা খুজেঁ পেয়েছে স্বাধীন বাংলাতে/মানবতা আছে বাংলাদেশে।/ বাংলা দেখেছে রক্ত গঙ্গাঁ উনিশ একাত্তরে/একুশ শতকে বাঙ্গালি আমরা; মানবতার শিখরে।/ নিঃস্ব হয়ে বিশ্ব শিখছে মানবতা কাকে বলে/শেখ হাসিনার লাল সবুজের পতাকার ছায়াতলে।/ বাঙ্গালি বলে করছো নিধন/শিশু-কিশোর, বৃদ্ধাকে/লাশের মিছিল চলছে ভেসে/রক্ত স্রোতের বন্যাতে।/ মাইন পূতে, আগুন জ্বেলে পুড়ছে মানবাত্মাকে/কোথায় সু’চির মানবধর্ম/শেখাও তোমার জান্তাকে।’
রোহিঙ্গাদের নিয়ে ফেনীর পুলিশ ...