‘বিশ্ববিদ্যালয় পড়াকালিন সময়ে গবেষণার সাথে সম্পৃক্ত হই’- আরিফুল আমিন রিজভী
আরিফুল আমিন রিজভী। বহুবিধ পরিচিতি তার। ব্যবসায়ী, সাংবাদিক নেতা, গল্পকার, সংগঠক বহুবিধ পরিচিতি রয়েছে। গবেষক হিসেবে অন্য সবগুলোকে ছাপিয়ে দেয়। তরুণ গবেষক রিজভীর জন্ম ১৯৭৯ সালের ১জুলাই ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ড বারাহিপুর ভূঞাবাড়িতে। বাবা রুহুল আমিন ওই এলাকার ‘শহীদ মেজর সালাউদ্দিন হাইস্কুলে দীঘদিন ধরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ব্যস্ত আছেন বিভিন্ন সামাজিক কর্মকা-ে। বর্তমানে ফেনী শহরের নামকরা ব্যবসায়ী। আর মা আমেনা আক্তার একজন আদর্শ গৃহিনী। ১ভাই ১ ...