রক্তাক্ত বিজয়
১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাঙালির বিজয় সূচিত হয়। এই দিনে ঢাকায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যানে)ঘটে ইতিহাসের অন্যতম গৌরময় ঘটনা -পাকিস্তানি হানাদার বাহিনী মাথা নিচু করে অস্ত্র মাটিতে ফেলে আত্মসমর্পণ করে আমাদের বীর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে।
কবি বলেছেন- এবার মোছাব মুখ তোমার আপন পতাকায়। /হাজার বছরের বেদনা থেকে জন্ম নিল /রক্তিম সূর্যের অধিকারী যে শ্যামকান্ত ফুল /নিঃশব্দ হাওয়ায় আজ ওড়ে, দুঃখভোলানিয় গান গায়/মোছাব তোমার মুখ আজ সেই গাঢ় পতাকায়।
স্বাধীনতার ...