‘নতুন ফেনী’ : সম্ভাবনা আছে তবে প্রয়োজন সতর্কতা
আসাদুজ্জামান দারা।
অনলাইন নিউজ পোর্টাল ‘নতুন ফেনী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক রাশেদুল হাসানের অনুরোধে এই লেখাটি লিখছি। শুরুতেই ‘নতুন ফেনী’কে জন্মদিনের শুভেচ্ছা। আমি গত কয়েক মাস ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ‘নতুন ফেনী’র নিউজগুলো। অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য এগুলোকে ব্যবহার করতে হয়েছে। বলতে দ্বিধা নেই- বেশিরভাগ সময় সর্বশেষ সংবাদ জানতে এখন এই পোর্টালের ওপর আমাদের নির্ভরও করতে হচ্ছে। কারণ অতি অল্প সময়ে এটি পাঠকদের মনযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সেই বিবেচনা ...